কুসংস্কারের গেরোয় প্রাণ গেল কিশোরের

সুদেষ্ণা মন্ডল  :: সংবাদ প্রবাহ :: গঙ্গাসাগর :: শুক্রবার ২,জুন :: একবিংশ শতকে দাঁড়িয়ে কুসংস্কারের গেরোর জেরে প্রাণ গেল এক কিশোরের। এমনই ঘটনা ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার সাগরের উত্তর হারাধনপুর গুড়িয়া পাড়ায়।স্থানীয় সূত্রে জানা যায়, সুজয় রেরা(১৩) নামে এক কিশোর শুক্রবার পরিবারের সকলের সঙ্গে বিছানায় শুয়ে ছিল । সেই সময় একটি বিষধর সাপ ওই কিশোরকে কামড়ায় ।

এরপর বিষের জ্বালায় সে চিৎকার করতে শুরু করে । পরিবারের লোকজনেরা এসে দেখে তাকে একটি বিষধর সাপে কামড় দিয়েছে । এরপর পরিবারের লোকজন তাকে হাসপাতালের না নিয়ে গিয়ে স্থানীয় এক ওঝার কাছে নিয়ে যায়। সেখানে দীর্ঘক্ষণ ধরে চলে ঝাড়-ফুঁক । দীর্ঘক্ষণ পর ওই ওঝা বেগতিক বুঝে শেষমেশ পরিবারের লোকজনকে জানায় ওই কিশোরকে দ্রুত হসপাতালে নিয়ে যেতে ।

এরপর গুরুতর অসুস্থ অবস্থায় স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎস তাকে মৃত বলে ঘোষণা করেন । আর এই ঘটনায় প্রশ্ন উঠেছে বারবার যেখানে মানুষকে সচেতন করা হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে সেখানে কিভাবে এই অসচেতন ঘটনা ঘটালো ওই পরিবার । এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা পরিবারে। প্রশাসনের তরফ থেকে বারবার সচেতন করার পরেও এ যেন অন্য ছবি ধরা পড়ল সাগরে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × 2 =