কু প্রস্তাবে রাজি না হওয়ায় আইসিডিএস কর্মীর ওপর অ্যাসিড হামলার অভিযোগ যুবকের বিরুদ্ধে অভিযুক্ত যুবক গ্রেফতার

সুদেষ্ণা মন্ডল  :: সংবাদ প্রবাহ :: সাগর :: শনিবার ৮,ফেব্রুয়ারি :: কু প্রস্তাবে রাজি না হওয়ায় এক মহিলা আইসিডিএস কর্মীর ওপর এসিড হামলার অভিযোগ ওঠে স্থানীয় এক যুবকের বিরুদ্ধে। এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে গতকাল রাতে দক্ষিণ চব্বিশ পরগনার সাগর থানার অন্তর্গত কৃষ্ণনগর বাজার এলাকায়।

স্থানীয় সূত্রে জানা যায়, কৃষ্ণনগর মধ্যপল্লী আইসিডিএস সেন্টারে কাজ করতো আক্রান্ত আইসিডিএস মহিলা কর্মী। দীর্ঘদিন ধরে প্রতিবেশী এক যুবক আইসিডিএস মহিলা কর্মীকে কু প্রস্তাব দিতে থাকে যুবকের সেই কু প্রস্তাবে রাজি না হওয়ায়

গতকাল সন্ধ্যাবেলা ওই মহিলা যখন বাড়ি ফিরছিল সেই সময় ওই মহিলার ওপর অভিযুক্ত যুবক অ্যাসিড হামলা করে। অ্যাসিড লেগে গুরুতর জখম হয় ওই মহিলা।

স্থানীয়রা ওই মহিলা কে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা করানোর জন্য রুদ্রনগর গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। সম্পূর্ণ বিষয় নিয়ে গতকাল সাগর থানায় ওই মহিলা অভিযুক্ত ওই যুবকের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করে। ঘটনার পর থেকে অভিযুক্ত যুবক পলাতক।

এ বিষয়ে সাগর এসডিপিও অরিন্দম চক্রবর্তী তিনি জানান, গতকাল আক্রান্ত মহিলা অভিযুক্ত যুবকের নামে একটি লিখিত অভিযোগ দায়ের করে সাগর থানাতে। আক্রান্ত মহিলার অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত যুবকের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে পাশাপাশি সম্পূর্ণ বিষয় খতিয়ে দেখছে সাগর থানার পুলিশ।

এ বিষয়ে অভিযুক্তের বাবা জানান, এই বিষয় সম্পর্কে আমি কিছু জানি না আজ সকালে পুলিশ এসে আমার ছেলেকে ধরে নিয়ে গিয়েছে শুনছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

thirteen − three =