নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মজদিয়া :: এক কৃতি ছাত্রের পাশে দাঁড়ালো কৃষ্ণগঞ্জ পঞ্চায়েত সমিতি।কৃষ্ণগঞ্জ ব্লকে মাধ্যমিকে ৬৭৩ নম্বর পেয়ে প্রথম হয়েছে আকাশ হালদার। আকাশের বাড়ির আর্থিক অবস্থা খুব একটা সচ্ছল নয়। আকাশের জন্মের আগেই তার বাবা মারা গিয়েছে। তার মা একটি স্বেচ্ছাসেবী সংস্থায় কাজ করে অতি কষ্টে তার পড়াশোনা চালিয়ে গিয়েছে আকাশের।মায়ের এই কষ্টের কথা ভেবেই খুব ছোটবেলা থেকেই মনোযোগ সহকারে পড়াশোনা করতো বলে জানিয়েছে আকাশ।এবারে মাধ্যমিকে অত্যন্ত ভালো ফলাফল করার পরেও মন খারাপ ছিল তার। ইচ্ছে বিজ্ঞান বিষয় নিয়ে পড়ার, কিন্তু সামর্থের অভাবে স্বপ্ন ছিল অধরা।
তবে দুঃখের দিন হয়তো শেষ। ভবিষ্যতে নিজের মনের মত বিষয় নিয়ে পড়ার জন্য পিতৃহারা ছাত্রটির পাশে দাঁড়াল মাজদিয়া কৃষ্ণগঞ্জ পঞ্চায়েত সমিতি।
আজ কৃষ্ণগঞ্জ পঞ্চায়েত সমিতি আকাশ হালদার কে ভবিষ্যতে পড়াশোনা চালিয়ে নিয়ে যাওয়ার জন্য ১০ হাজার টাকার চেক তুলে দিল।সেই সাথে জানানো হয়েছে ভবিষ্যতেও আকাশ হালদারের পড়াশোনার যাবতীয় বিষয়ে সাহায্যের হাত বাড়িয়ে দেবেন তারা। প্রশাসনের এই সহযোগিতার ফলে অত্যন্ত খুশি আকাশ হালদার ও তার মা।