নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: উত্তর দিনাজপুর :: কৃষি আইন বাতিলের আনন্দে শনিবার কালিয়াগঞ্জে বিজয় মিছিল করলো তৃণমূল। উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লক তৃণমূলের কিষাণ ক্ষেতমজুর সংগঠনের ডাকে মালগাঁও পঞ্চায়েতের সাহেবঘাটায় এই বিজয় মিছিল শুরু হয়।
এই মিছিলে অংশ নিয়েছিলেন কালিয়াগঞ্জের বিধায়ক সৌমেন রায়, ব্লক ও শহর তৃণমূল সভাপতি নিতাই বৈশ্য এবং সুজিত সরকার, তৃনমূল কিষাণ ক্ষেতমজুর সংগঠনের ব্লক সভাপতি নুরুল আমিন চৌধুরী, প্রাক্তন বিধায়ক তপন দেবসিংহ, পঞ্চায়েত সমিতির সহ সভাপতি গোলাম মোস্তাক প্রধান, বাপ্পা সরকার, এজাবুল হক, সমেত তৃণমূলের বিভিন্ন নেতাকর্মীরা।
কৃষক আন্দোলনের চাপে নতুন তিনটি কৃষি আইন বাতিলের ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কৃষক স্বার্থ বিরোধী এই নতুন কৃষি আইন বাতিল করার যে সিদ্ধান্ত নিয়েছে বিজেপি চালিত কেন্দ্র সরকার। সেই সিদ্ধান্তকে কৃষকদের জয় হিসেবে দেখছে তৃণমূল। কৃষক আন্দোলনের এই জয় উপলক্ষ্যে তৃণমূল কিষাণ ক্ষেতমজুর সংগঠনের ডাকে কালিয়াগঞ্জে এই বিজয় মিছিল।