নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: পাঁশকুড়া :: নন্দীগ্ৰাম-১ ব্লকের সহ-কৃষি অধিকর্তার অফিসের AEO বিদ্যুৎ বরণ মন্ডলের নিগৃহীত হওয়ার ঘটনার প্রতিবাদে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে রাজ্য সরকারী কর্মচারী ফেডারেশনের পূর্ব মেদিনীপুর জেলা সভাপতি শ্যামল পট্টনায়কের নির্দেশ অনুযায়ী সারা জেলার সকল ব্লকের সহ-কৃষি অধিকর্তার অফিসের সম্মুখে প্রতিবাদ কর্মসূচী পালন করা হয়।
জেলা সভাপতির নির্দেশ অনুযায়ী সোমবার অনির্বাণ দাসের নেতৃত্বে পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া-১ ব্লক কমিটির অন্তর্গত ব্লক অফিসসহ বিভিন্ন বিভাগীয় সংগঠনের ফেডারেশনের নেতৃবৃন্দ এবং সদস্যরা ব্লকের কিষাণ মান্ডিতে অবস্থিত সহ-কৃষি অধিকর্তার করণের সামনে প্রতিবাদ কর্মসূচী পালন করে। জেলাজুড়ে কৃষিঅধিকর্তার কর্মচারীদের যেভাবে হেনস্তা হতে হচ্ছে, তাঁর প্রতিবাদ জানিয়ে জেলার কৃষি দপ্তরের কর্মচারী নিরাপত্তা প্রদানের আবেদনও রাখেন তাঁরা।
নন্দীগ্রামের ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রাজ্য সরকারী কর্মচারী ফেডারেশনের পূর্ব মেদিনীপুর জেলা কমিটির উদ্যোগে সরকারী কর্মচারীদের ওপর আক্রমনের প্রতিবাদে ধিক্কার সভা অনুষ্ঠিত হবে নন্দীগ্রামে। আগামী ২ রা ডিসেম্বর নন্দীগ্রামের এই ঘটনার প্রতিবাদ সভার প্রস্তুতি শুরু হয়। যেখানে রাজ্যের দুই মন্ত্রী উপস্থিত থাকবেন বলে জানানো হয়। নন্দীগ্রামে বড় ধরনের এক বিক্ষোভ কর্মসূচী পালন হবে ওই দিন ।