নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: বৃহস্পতিবার ৭,মার্চ :: কৃষি ও কৃষক বাঁচাও কমিটির পক্ষ থেকে বৃহস্পতিবার বর্ধমানের কার্জনগেটে কৃষক বিক্ষোভ সভার আয়োজন করা হয়।পাশাপাশি ১০দফা দাবি নিয়ে জেলাশাসকের কাছে ডেপুটেশন দেন এদিন তারা।কৃষি ও কৃষক বাঁচাও কমিটির জেলা সম্পাদক অনিরুদ্ধ কুন্ডু জানান আমাদের দাবি ক্ষতিগ্ৰস্থ আলুচাষীদের ক্ষতিপূরন অবিলম্বে সরকারকে ঘোষনা করতে হবে ।
তিনি বলেন কৃষি কর্তারা তারা ড্রোনের মাধ্যমে ক্ষতিপূরনের পরিমাপ করছে,কিন্তু তারা মাঠে কেউ নামছেনা,আমাদের বক্তব্য স্যাটেলাইটের মাধ্যমে না ,কৃষি কর্তারা মাঠে নেমে ক্ষতিপূরনের পরিমাপ করুক।এছাড়াও আরও অনান্য দাবি নিয়ে সরব হন এদিন তারা জেলাশাসকের দপ্তরে বিক্ষোভ আন্দোলনের মধ্যে দিয়ে।