কৃষি নির্ভর ত্রিপুরাকে সমৃদ্ধ করছে উদয়পুর মহকুমাধীন পিত্রা এলাকার জনজীবন

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: ত্রিপুরা :: সোমবার ২৯,জানুয়ারি :: মাতাবাড়ি ও কিল্লা ব্লকের অন্তর্ভুক্ত পিত্রা পঞ্চায়েত ও দেওয়ানবাড়ী পঞ্চায়েত এলাকার জনজীবন কৃষির উপর নির্ভরশীল। এখানকার ১০০% লোকের মধ্যে ৭০ শতাংশ লোকেই কৃষির উপর নির্ভরশীল। গোমতী নদীর পাড়েই ব্রিজ সংলগ্ন এলাকার বেশ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে রয়েছে কৃষি জমি।

সেখানে বছরের দুই ফসলি ফসল হয় বলে স্থানীয় কৃষকদের কাছ থেকে জানা যায়। তবে শুধু ধানি জমি-ই নয় ; সেই সঙ্গে রয়েছে মটর, লাউ, আলু, শসা, তরমুজ ইত্যাদি নানান ফসলের চাষ করা হয় এই এলাকায়। সেখানে দেখা গেল ৮ থেকে ৮০ বছরের বিভিন্ন লোক এই পেশার সাথে যুক্ত রয়েছে।

পেশাজীবী কৃষকরা নতুন প্রজন্মের কাছে দাবি রাখে, এই কৃষিজ ফসল করেও সংসার প্রতিপালন করার মতো সামর্থ্য রয়েছে বর্তমানে। তবে এলাকাটিতে রাস্তাঘাটের উন্নয়ন থেকেও পানীয় জল সরবরাহ রয়েছে প্রতি ঘরে ঘরে। অর্থনৈতিক অবস্থা তেমন খারাপ নয় বলেও দাবি এলাকার মানুষের।

স্থানীয় লোকজনদের কথা অনুযায়ী এই গ্রাম এলাকার চিত্রটির দিকে লক্ষ্য করা গেলে দেখা যায়, বহু মানুষ কিছু না কিছু করে নিজেকে স্বাবলম্বী করে তুলেছেন। তবে রাতে কৃষিজ ফসল নষ্ট করার অভিযোগ করে একাংশ কৃষকরা। রাতের আঁধারে চুরি হয়ে যায় বহু ফসল। কিন্তু পুলিশ, পাহারাদার থাকা সত্ত্বেও তাদের কোনও উদ্যোগী ভূমিকা নেই বলে দাবি স্থানীয় লোকজনদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fifteen − 6 =