নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: নদিয়া :: শুক্রবার ২১,জুলাই :: তৃণমূলের একুশে জুলাই শহীদ স্মরণ জনসভাকে সামনে রেখে শুক্রবার সকালে নদীয়ার বিভিন্ন এলাকার পাশাপাশি কৃষ্ণনগরের তৃণমূল কর্মী সমর্থকেরা রওনা দিলেন কলকাতার ধর্মতলার উদ্দেশ্যে।
“নো ভোট, নো আইডেন্টি কার্ড “এর দাবিতে ১৯৯৩ সালের একুশে জুলাই রাইটার্স বিল্ডিং অভিযানে সামিল হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই কর্মসূচিকে বানচাল করতে সেই দিন বামফ্রন্ট শাসিত রাজ্য সরকারের পুলিশ বাহিনীর গুলিতে ১৩ জন শহীদ হন।
তাদের শ্রদ্ধা জানাতেই মূলত প্রতিবছর একুশে জুলাই শহীদ দিবস পালন করা হয়। পাশাপাশি গত পঞ্চায়েত নির্বাচনে যেসব তৃণমূল কর্মীরা বিভিন্ন কারণে মারা গিয়েছেন তাদেরকেও এদিনের শহীদ তর্পণ জনসভা থেকে শ্রদ্ধা জানানো উদ্দেশ্যেই তারা দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে কলকাতা ধর্মতলার উদ্দেশ্যে রওনা দিলেন বলে জানান তৃণমূল কর্মীরা।