নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: নদিয়া :: ১৪,মে :: ইতিমধ্যেই দেশকে জোড়া সোনা এনে দিয়ে সাফল্যের শিখরে নদিয়ার কৃষ্ণনগর ১ নম্বর ব্লকের শোনডাঙ্গার সোনার মেয়ে রেজওয়ানা মল্লিক হিনা। বাবা পার্শ্ব শিক্ষক মা গৃহবধূ। দেশ জয় করে এবার আন্তর্জাতিক স্তরে দেশের হয়ে প্রতিনিধিত্ব করতে যাচ্ছে। স্বাভাবিকভাবেই এতদিন পর্যন্ত নিজেরাই মেয়ের যাবতীয় খরচ চালিয়েছেন তারা।
এবার রাজ্য সরকার একটু ভাবুক মেয়ের জন্য এটাই দাবি হিনার মা এবং বাবার। রাজ্য তথা দেশের গর্ব নদিয়ার সোনার মেয়ে রেজওয়ানা মল্লিক হিনার টার্গেট এবার এশিয়াড। তাই তার যাবতীয় খরচ বহন করুক রাজ্য সরকার এমনটাই দাবি জানালেন হিনার মা।
আজ কৃষ্ণনগর দ্বিজেন্দ্রলাল রায় স্টেডিয়ামে কৃষ্ণনগর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা রাজ্যের জৈব ও বিজ্ঞান প্রযুক্তি দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী উজ্জ্বল বিশ্বাসের ডাকে এসেছিলেন রেজওয়ানা মল্লিক হিনার মা এবং বাবা। মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস তাদের আশ্বস্ত করেছেন। রাজ্য সরকার তাদের পাশে থাকবে বলে কথা দেওয়ার পাশাপাশি নদিয়া তথা বাংলার গর্ব হিনার ব্যাপারে মুখ্যমন্ত্রী এবং ক্রীড়ামন্ত্রী সাথেও আলোচনা করবেন বলে জানান।