কৃষ্ণনগরে হাসপাতালে মৃত তিন বিজেপি কর্মীকে শ্রদ্ধা জানাতে যান শুভেন্দু শমিক এবং সুকান্ত – শুভেন্দু কে ঘিরে গো ব্যাক স্লোগান তৃণমূল যুব কংগ্রেসের

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কৃষ্ণনগর :: রবিবার ২১,ডিসেম্বর :: মোদির সভায় যোগ দিতে আসা ট্রেনের ধাক্কায় মৃত তিন বিজেপি কর্মীকে শ্রদ্ধা জানাতে নদীয়ার শক্তিনগর জেলা হাসপাতালে যান বিজেপির রাজ্য সভাপতি শমিক ভট্টাচার্য রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার।

তিন বিজেপি কর্মীর মৃতদেহ ময়নাতদন্তের পর শববাহী গাড়িতে করে মুর্শিদাবাদের উদ্দেশ্যে রওনা দেওয়ার আগে শেষ শ্রদ্ধা জানাতে পৌঁছায় বিজেপি নেতৃত্ব। এরই মাঝে তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে হাসপাতাল চত্বরে শুভেন্দুকে ঘিরে গো ব্যাক স্লোগান পাল্টা স্লোগান বিজেপির।

তৃণমূল ও বিজেপি উভয়ের মধ্যে বচসার সৃষ্টি হয় হাসপাতাল চত্বরে। যুব তৃণমূল কংগ্রেসের অভিযোগ, একদিকে যখন বিজেপি মতুয়া এবং নমঃশূদ্রদের নাম এস আই আরে কেটে দিচ্ছে আজ তাদের নিয়েই মতুয়াগড়ে রাজনীতি করতে তিনি আসছেন।

নদীয়ার লোক এনে মাঠ ভরানোর ক্ষমতা নেই বিজেপির। ভিন জেলা থেকে লোক এনে মাঠ বাড়ানোর চেষ্টা করে আজ তিনজন নিরীহ গরিব মানুষের প্রাণ গেল। সেই বিষয় ধিক্কার জানানোর জন্যই যুব তৃণমূল কংগ্রেসের এই কর্মসূচি হাসপাতাল চত্বরে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one + 1 =