নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কৃষ্ণনগর :: বৃহস্পতিবার ১৩,ফেব্রুয়ারি :: কৃষ্ণনগরে ১২ জাতীয় সড়কের সার্ভিস রোডে ধ্বস নামার ফলে ওই রোড দিয়ে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। এদিন সকালে কৃষ্ণনগরের পি ডব্লিউ ডি মোড়ে জলঙ্গী নদীর ওপর নির্মিত দ্বিজেন্দ্র সেতুতে ওঠার আগে ১২ নম্বর জাতীয় সড়কের সার্ভিস রোডে ধস দেখতে পান গাড়ি চালকরা।
এরপর পুলিশকে খবর দিলে পুলিশ এসে রাস্তাটি বন্ধ করে দেয়। এখন কৃষ্ণনগর থেকে বহরমপুরগামী ওই রাস্তা দিয়ে যান চলাচল বন্ধ করে দিয়ে অন্য লেন দিয়ে যান চলাচল করানো হচ্ছে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে বেশ কিছুদিন সময় লাগবে মেরামত করতে এবং তারপর যান চলাচল স্বাভাবিক হবে।
ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে, হাইওয়ে কর্তৃপক্ষ ও আধিকারিকরা। তবে কি কারণে এই ধস তা ইঞ্জিনিয়ার এনে খতিয়ে দেখা হচ্ছে। একই সাথে রাস্তা তৈরিতে কোন গাফিলতি ছিল কিনা সেই তদন্ত করা হবে বলে হাইওয়ে সুত্রে খবর।