নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কৃষ্ণনগর :: বুধবার ২৯,মে :: নদিযার কৃষ্ণনগর কোতোয়ালি থানার দিগনগরে পথ দুর্ঘটনায় এক ব্যক্তির মৃত্যু ঘিরে পথ অবরোধ স্থানীয় বাসিন্দাদের। স্থানীয় সূত্রে জানা যায় ওই এলাকারই রবি দেবনাথ নামে এক ব্যক্তি রাস্তা পার হচ্ছিল।
কৃষ্ণনগরের দিক থেকে কলকাতাগামী একটি লিচু বোঝাই গাড়ি প্রথমে তাকে বাঁচানোর চেষ্টা করলেও শেষমেষ সজোরে ব্রেক কষার কারণে উল্টে যায়। কলকাতা গামি লিচু বোঝাই গাড়ির নিচে চাপা পড়ে মারা যান পেশায় ভ্যানচালক রবি দেবনাথ।
সূত্রের খবর, মৃত রবি দেবনাথ অত্যন্ত অভাবের সংসারে স্ত্রী এক ছেলে এক মেয়ে সহ মোট চার সদস্যর তিনিই একমাত্র উপার্জনকারী ব্যক্তি। তার ওপরেই নির্ভরশীল ছিলেন গোটা পরিবার। ঘটনার খবর পেয়ে, ঘটনাস্থলে ছুটে আসে কোতোয়ালি থানার পুলিশ। এবং রোড ট্রাফিক সহ ন্যাশনাল হাইওয়ে কর্তৃপক্ষ।
তিন মাসে পর পর তিন তিনটি পথ দুর্ঘটনায় মৃত্যুর কারণে এলাকাবাসীরা জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করে। স্থানীয় বাসিন্দাদের দাবি, অত্যন্ত ব্যস্ততম এই বাজার ব্যাংক পোস্ট অফিস থাকা সত্ত্বেও এখানে কোনো ওভারব্রিজ করা হয়নি। এরপর বিক্ষোভকারীদের সাথে পুলিশ কথা বলে। অবরোধের ফলে দীর্ঘক্ষন যান চলাচল বিঘ্নিত হয় জাতীয় সড়কে। পরে পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।