নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কৃষ্ণনগর :: সোমবার ১,সেপ্টেম্বর ::কৃষ্ণনগরের চাঞ্চল্যকর ছাত্রী খুন মামলায় অবশেষে পুলিশের বড় সাফল্য। উত্তরপ্রদেশ থেকে গ্রেপ্তার হল এই মামলার মূল অভিযুক্ত দেশরাজ।
উত্তরপ্রদেশ-নেপাল সীমান্তবর্তী একটি এলাকা থেকে তাঁকে পাকড়াও করা হয়েছে। তাঁকে ট্রানজিট রিমান্ডে কৃষ্ণনগরের কোতোয়ালি থানায় নিয়ে আসা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনার পর থেকেই সে গা-ঢাকা দিয়েছিল। দীর্ঘদিনের খোঁজাখুঁজির পর বিশেষ টিম উত্তরপ্রদেশে অভিযান চালিয়ে তাকে পাকড়াও করে। তদন্তকারী আধিকারিকরা জানান, দেশরাজকে ট্রানজিট রিমান্ডে কৃষ্ণনগরে আনা হয়েছে । এরপর আদালতে পেশ করে জিজ্ঞাসাবাদ করা হবে।
২৫ অগাস্ট দুপুরে কৃষ্ণনগরে নিজের বাড়িতে খুন হন ইশিতা। মাথায় গুলি করে তাঁকে খুন করা হয়। ওই ঘটনার পর দেশরাজ উত্তরপ্রদেশে পালিয়ে যান। প্রাথমিকভাবে জানা গিয়েছিল, তাঁর সঙ্গে আর সম্পর্ক রাখতে চাননি ওই তরুণী।
পুলিশের ধারণা, দেশরাজকে জেরা করলে খুনের মূল কারণ এবং এর সঙ্গে অন্য কেউ যুক্ত রয়েছে কি না, তা স্পষ্ট হয়ে উঠবে। প্রসঙ্গত, কয়েক সপ্তাহ আগে কৃষ্ণনগরে এক ছাত্রীকে নৃশংসভাবে খুন করা হয়।
ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। পরিবার ও স্থানীয় বাসিন্দারা বারবার মূল অভিযুক্তকে গ্রেপ্তারের দাবি জানাচ্ছিলেন।
দেশরাজের গ্রেপ্তারের খবরে কিছুটা স্বস্তি ফিরেছে, তবে পুলিশ জানাচ্ছে, পুরো ঘটনার পেছনের রহস্য উদ্ঘাটনে এখনও তদন্ত চলছে।