নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: নদীয়া :: বৃহস্পতিবার ২৭,সেপ্টেম্বর :: রাজ্য সরকারের উদ্যোগে দূষণমুক্ত নির্মল পরিবেশ গড়ে তুলতে বুধবার নদীয়ার কৃষ্ণনগর জেলা পরিষদ ভবনের সম্মুখে ৫০ টি পঞ্চায়েতকে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট গাড়ি প্রদান করা হলো নদীয়া জেলা পরিষদের পক্ষ থেকে।
আনুষ্ঠানিকভাবে এই দিন সংশ্লিষ্ট পঞ্চায়েত প্রধানদের হাতে গাড়ির চাবি তুলে দেন নদীয়া জেলা পরিষদের সভাধিপতি তারান্নুম সুলতানা মীর। পাশাপাশি কনফারেন্স রুমে একটি আলোচনা সভার আয়োজন করা হয়। সভাধিপতি ছাড়াও এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নদীয়ার জেলাশাসক অরুন প্রসাদ প্রমূখ।
পঞ্চায়েত এলাকার বাহ্যিক পরিবেশ দূষণমুক্ত রাখতে এলাকা ঘুরে বর্জ্য পদার্থ সংগ্রহ করে পারিপার্শ্বিক পরিবেশকে পরিষ্কার পরিচ্ছন্ন ও দূষণমুক্ত রাখতেই মূলত এ দিন নির্দিষ্ট ৫০ টি পঞ্চায়েতকে একটি করে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট গাড়ি প্রদান করা হলো নদীয়া জেলা পরিষদ এর পক্ষ থেকে বলে জানান জেলা পরিষদের সভাধিপতি তারান্নুম সুলতানা মীর।