নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কৃষ্ণনগর :: কৃষ্ণনগর পুলিশ ডিস্ট্রিক্ট আয়োজিত বয়স্ক মানুষদের চোখের চিকিৎসার জন্য চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হল আজ। চক্ষু পরীক্ষা শিবিরের পাশাপাশি চক্ষু ছানি অপারেশন এবং চশমার ব্যবস্থাও করা হবে বলে কৃষ্ণনগর পুলিশ ডিস্ট্রিক্টের পুলিশ সুপার ঈশানী পাল জানান।
বিভিন্ন সময় বিভিন্নভাবে পুলিশের মানবিক মুখ লক্ষ্য করা যায় এটাও একটা পুলিশের সাধারণ মানুষের জন্য অন্যতম একটি প্রয়াস। শনিবারের এই চক্ষু পরীক্ষার পর ছানি অপারেশন করতে কলকাতা শংকর নেত্রালয়ে নিয়ে যাওয়া হবে। সেখানে চোখের অপারেশন করার যাবতীয় ব্যবস্থা করবে কৃষ্ণনগর পুলিশ ডিস্ট্রিক্টের পুলিশ কর্মীরা।