কৃষ্ণনগর রাজবাড়ির রাজরাজেশ্বরীর সপ্তমীর পুজো শুরু হল।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কৃষ্ণনগর :: প্রথা অনুযায়ী রাজা কৃষ্ণচন্দ্র প্রতিষ্ঠিত কৃষ্ণনগর রাজ বাড়িতে শুরু হল রাজরাজেশ্বরীর পুজো। কৃষ্ণনগর রাজবাড়ির দুর্গা প্রতিমা রাজরাজেশ্বরী নামে খ্যাত। কৃষ্ণনগর রাজবাড়ির রাজরাজেশ্বরীর বৈশিষ্ট্য হলো, দেবী রাজরাজেশ্বরী সিংহের বদলে দাবা ঘোড়ার ওপরে বিরাজ করেন।

অন্যান্য দেবী দুর্গা মূর্তির তুলনায় কৃষ্ণনগর রাজবাড়ির রাজরাজেশ্বরীর মূর্তি একেবারেই ভিন্ন। প্রাচীন রীতি অনুসারে আজও রাজরাজেশ্বরীর পেছনের চালিতে চালচিত্র দেখা যায়। মহা ধুমধাম অনুসারে রাজ পুরোহিত দ্বারা নদীয়ার কৃষ্ণনগর রাজবাড়ীর রাজরাজেশ্বরীর পুজো চলছে ।

গত দুই বৎসর করনা আবহে রাজবাড়ির সদর দরজা বন্ধ রেখেই পুজো হয়েছিল। এবছর জেলা তথা সকলের জন্যই খুলে দেওয়া হয়েছে রাজবাড়ীর সদর দরোজা। ইতিমধ্যেই রাজরাজেশ্বরী দর্শনে বিভিন্ন জায়গা থেকে অসংখ্য দর্শনার্থী উপস্থিত হয়েছেন রাজবাড়ীর নাট মন্দির প্রাঙ্গণে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

12 − 7 =