নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: জয়নগর :: ৩০শে এপ্রিল :: পঞ্চায়েত নির্বাচনের আগে একদিকে যখন রাজ্যের বিভিন্ন প্রান্তে মানুষের ক্ষোভ বিক্ষোভ সামলাতে এবং জন সংযোগ করতে তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায় গ্রামে গ্রামে ছুটছেন, তখনই প্রকাশ্যে চলে এল তৃণমূল কংগ্রেসের গোষ্টীকোন্দল।
রবিবার আমতা কেন্দ্রের শ্যাওড়াবেড়িয়া মোড়ে বিনলা কৃষ্ণবাটি গ্রাম পঞ্চায়েতের বিশাল সংখ্যক তৃণমূল কংগ্রেস কর্মীরা নেতৃত্বের উপর ক্ষোভ জানিয়ে মিছিল করলো।যা অস্বস্তি ফেলেছে তৃণমূল নেতৃত্বকে। জানা গিয়েছে এই কেন্দ্রের বিধায়ক সুকান্ত পালের বিরুদ্ধে ইচ্ছামতো দল চালানোর অভিযোগ উঠেছে।
স্থানীয় তৃণমূল কর্মীদের অভিযোগ বিধায়কের ঘনিষ্ঠ মৃত্যুঞ্জয় কোলেকে বিনলা কৃষ্ণ বাটি অঞ্চলের সভাপতি করা হয়েছে।অথচ তাঁর বিরুদ্ধে একের পর এক তোলাবাজির অভিযোগ উঠেছে। এই গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন জায়গায় তোলাবাজির অভিযোগ শুনতে হয়েছে তৃণমূল কর্মীদের। উল্লেখ্য বিধায়ক সুকান্ত পালের বিরুদ্ধে পঞ্চায়েতে পঞ্চায়েতে গোষ্টী তৈরির অভিযোগ রয়েছে।
উল্লেখ্য এই পরিস্থিতিতে আমতা কেন্দ্রের ঝামটিয়া গ্রাম পঞ্চায়েতে ও তৈরী হয়েছে বলে তৃণমূল কংগ্রেস কর্মীদের কাছ থেকে জানা গিয়েছে। এদিন বিক্ষোভ মিছিলের জন্য তীব্র উত্তেজনার সৃষ্টি হয়।