নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কৃষ্ণনগর :: রবিবার ৩১,আগস্ট :: কৃষ্ণনগর ছাত্রী কোন কাণ্ডে মূল অভিযুক্ত দেশরাজ সিং অধরা থাকলেও গ্রেফতার হল তার মামা কুলদীপ সিং। কুলদীপ কে গুজরাটের জামনগর থেকে গ্রেপ্তার করেছে কৃষ্ণনগর কোতোয়ালি থানার পুলিশের বিশেষ টিম।
ঘটনার দিন থেকেই দেশে রাজের খোঁজে তল্লাশি চালায় পুলিশ। কিন্তু পুলিশকে বোকা বানিয়ে সে পালিয়ে যায়। পুলিশ দেশরাজকে যাতে ধরতে না পারে সে সব রকম প্রচেষ্টা চালায়।
ইতিমধ্যেই পুলিশ দেশরাজ কে সহযোগিতা করার বিভিন্ন রকম তথ্য পায়। সেই সূত্র ধরেই কুলদীপ সিং কে পুলিশ গ্রেফতার করে।
পুলিশের প্রাথমিক ধারণা কুলদীপ কে জিজ্ঞাসাবাদ করলেই দেশরাজের খোঁজ মিলতে পারে আর সেই কারণে গুজরাট থেকে তাকে পাকড়াও করে আনা হচ্ছে কৃষ্ণনগরে।
এ বিষয়ে কৃষ্ণনগর পুলিশ জেলার পুলিশ সুপার অমরনাথ কে জানান, ইতিমধ্যেই বিভিন্ন রকম সূত্র আমরা পেয়েছি তাতে দেশরাজকে সম্ভবত সহযোগিতা করেছে তার মামা কুলদীপ সিং। তাকে জিজ্ঞাসা করলে হয়তো অনেক তথ্য মিলবে।