সজল দাসগুপ্ত :: সংবাদ প্রবাহ :: বিনোদন ডেস্ক :: শুক্রবার ০২,জানুয়ারী :: ঘড়ির কাঁটা রাত বারোটায় পৌঁছনোর সঙ্গে সঙ্গেই নতুন বছরের শুভেচ্ছায় ভরে ওঠে সোশাল মিডিয়া। টলিউড থেকে বলিউড—পরিবার, প্রিয়জন কিংবা রাতপার্টি, নানা মেজাজেই ২০২৬-কে স্বাগত জানালেন বিনোদুনিয়ার তারকারা। কে কীভাবে নতুন বছরের শুরু করলেন, তার ঝলক মিলেছে তাঁদের পোস্টেই।
বিদেশ সফরে গিয়ে আগের বছরের মতোই ঠোঁটে ঠোঁট রেখে নতুন বছর শুরু করেছেন রাজ চক্রবর্তী ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়। রোম্যান্টিক মুহূর্তের ছবি ভাগ করে নিয়েছেন তাঁরা। অন্যদিকে, বনির সঙ্গে রাতপার্টিতে মেতে নতুন বছর উদ্যাপন করেছেন অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায়। কালো নুডল স্ট্র্যাপ ড্রেসে পার্টি লুকেই ধরা দিয়েছেন নায়িকা।
টলিপাড়ার চর্চিত জুটি অঙ্কুশ হাজরা ও ঐন্দ্রিলা সেনও পার্টি মুডেই ছিলেন। বন্ধু ও প্রিয়জনদের সঙ্গে নিউ ইয়ার নাইটে আনন্দে মেতেছেন তাঁরা। মাতৃত্বের পর প্রথম নতুন বছর অভিনেত্রী রূপসা চট্টোপাধ্যায়ের। স্বামী সায়নদীপ ও একরত্তি ছেলেকে নিয়ে ঘরোয়া আনন্দে বছর শুরু করেছেন তিনি। সেই মুহূর্তের ছবি সোশাল মিডিয়ায় ভাগ করেছেন অভিনেত্রী।
পরিবারকেই সঙ্গী করে নতুন বছরকে স্বাগত জানিয়েছেন অভিনেত্রী রূপাঞ্জনা মিত্র। মা, অভিনেতা-স্বামী রাতুল মুখোপাধ্যায় ও পরিবারের সঙ্গে উদ্যাপনের ছবি পোস্ট করেছেন তিনি। টলিউডের চর্চিত জুটি কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টরাজ নতুন বছরের রাতেও ছিলেন একসঙ্গে। নিন্দুকদের তোয়াক্কা না করে ডান্স ফ্লোরে জমিয়ে পার্টি করতে দেখা গিয়েছে তাঁদের।
বলিউডে আবেগঘন পোস্ট করলেন করিনা কাপুর খান। ২০২৫ সাল পরিবার ও সন্তানদের জন্য কঠিন ছিল বলে উল্লেখ করে নতুন বছরে পাশে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়েছেন করিনা। অন্যদিকে, বাবাকে স্মরণ করেই নতুন বছরে পা রেখেছেন এষা দেওল। আকাশের দিকে তাকিয়ে তোলা ছবি পোস্ট করে লিখেছেন, ‘লাভ ইউ পাপা’। সঙ্গে সকলের জন্য শুভেচ্ছা ও সুস্থতার কামনা।
সব মিলিয়ে, কারও কাছে নতুন বছর মানে উৎসব, কারও কাছে আবেগ—তারকাদের নতুন বছরের শুরুতে সেই বৈচিত্র্যই ধরা পড়েছে সোশাল মিডিয়ায়।

