নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হুগলি :: কেওটা উজ্জ্বল সংঘের দুর্গা পূজার প্যান্ডেল দেখে জানতে ইচ্ছা করল পোষ্ট অফিস কেমন হয় চিঠি কিভাবে পাঠাতে হয়, চিঠি কি এই সব কত প্রশ্ন করে বসল ছোট্ট মেয়েটি। এই বছর কেওটা উজ্জ্বল সংঘের এইবারের থিম ডাক বাক্সের কাহিনী ।
তাই নিজের মেয়েকে পোস্ট অফিস কি চিঠি কি সেটা দেখাতে এবং শেখাতে সটান মেয়েকে নিয়ে চলে এলেন হুগলী বিক্রম নগরের বাসিন্দা রাহুল সেন |
হুগলী মুখ্য ডাক ঘরের স্টাম্প কাউন্টারে কিনলেন একটি ৫ টাকার ডাক টিকিট, সেটি নিদিষ্ট স্থানে সেঁটে লেটার বাস্কে ফেলে দিল ছোট্ট মেয়ে রশ্মিতা সেন।