নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বাঁকুড়া :: মঙ্গলবার ১৫,অক্টোবর :: ডান্ডিয়া, গুজরাতের একটি প্রাণবন্ত লোকনৃত্য, সমগ্র ভারতে এবং তার বাইরেও ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। সেই ডান্ডিয়া নাচের আয়োজন করা হয় দ্বাদশীর সন্ধ্যায় বাঁকুড়ার মধ্য কেন্দুয়াডিহী সার্বজনীন দুর্গোৎসবের পুজো প্রাঙ্গণে ।
এলাকার বহু মেয়ে ও মহিলা সহ সাধারণ মানুষ এই ডান্ডিয়া নাচে অংশগ্রহণ করেন। অপূর্ব সুন্দর আকর্ষণীয় এই নাচ পরিচালনা করেন আগামী ডান্স একাডেমীর নৃত্যশিল্পী অধ্যক্ষ অনির্বাণ দাস । অনুষ্ঠানের সমাপ্তিতে পূজো কমিটির পক্ষ থেকে পরিচালক অনির্বাণ দাস কে বিশেষ ভাবে সম্বর্ধিত করা হয় । প্রায় ঘন্টাখানেক এর ডান্ডিয়া নাচ শত শত মানুষের মন ছুঁয়ে যায়।