কেন্দ্রীয় আর্থামন্ত্রী নির্মলা সীথারামণের বাজেট পেশ শুরু – প্রাথমিক ইঙ্গিত

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: নয়াদিল্লি :: মঙ্গলবার ২৩,জুলাই :: নির্দিষ্ট সময় লাল ফাইল নিয়ে রাষ্ট্রপতিভবন থেকে অর্থমত্রী নির্মলা সীতারমণ এসে উপস্থিত হন সংসদ ভাবনে। সকলের শুভেচ্ছা নিয়ে তিনি শুরু করেছেন বাজেট পেশ। ইতিমধ্যে বিজেপি সাংসদরা টেবিল চাপড়ে তাঁর বাজেটকে স্বাগত জানাচ্ছেন।

প্রাথমিক ইঙ্গিতে যা জানা যাচ্ছে – এবারের বাজেটে ৯টি বিষয়ের উপরে জোর ৷ শিক্ষা, প্রশিক্ষণ, কৃষি উৎপাদন, কমর্সংস্থান, পরিকাঠামোয় জোর ৷ বাজেটে নজর গরিব, যুব, মহিলা ও কৃষকদের উপরে ৷

* ১ কোটি কৃষকদের ন্যাচারল ফার্মিংয়ের অনুমতি ৷
* আরও ৫টি রাজ্যে চালু হবে কিষাণ ক্রেডিট কার্ড: সীতারমণ।
* বিকশিত ভারতের জন্য নির্দিষ্ট রোডম্যাপ ৷ কৃষিতে উৎপাদনে জোর ৷

* কর্মসংস্থানের লক্ষ্যে বিশেষ নজর ৷ দেশের অর্থনীতি এগোচ্ছে, কমছে মুদ্রাস্ফীতি ৷
* বিহারের জন্য বিমানবন্দর তৈরির কথা ঘোষণা করলেন অর্থমন্ত্রী। এছাড়া ১৫ হাজার কোটি টাকার বিশেষ প্যাকেজ দেওয়া হবে অন্ধ্রপ্রদেশকে। অন্ধ্রপ্রদেশের সড়ক পরিবহন পরিকাঠামো উন্নয়নের জন্য এবং শিল্প স্থাপনের জন্য আর্থিক সাহায্যের কথা উল্লেখ বাজেটে।

* পূর্বের রাজ্যগুলির উন্নতির জন্য বিশেষ স্কিমের কথা বললেন নির্মলা। সেই রাজ্যগুলির মধ্যে থাকবে বিহার, অন্ধ্র প্রদেশ, পশ্চিমবঙ্গ। কলকাতা বিজনেস করিডরের কথাও উল্লেখ করেছেন অর্থমন্ত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

6 − 4 =