নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: দুর্গাপুর :: মঙ্গলবার ২৫,মার্চ :: কেন্দ্রীয় ক্ষুদ্র, ছোট ও মাঝারি দপ্তরের উদ্যোগে গ্রামোদ্যোগ বিকাশ যোজনা প্রকল্পের মাধ্যমে দুর্গাপুরে শুরু হলো সেলাইয়ের প্রশিক্ষণ। বিজেপির দলীয় কার্যালয়ে এই প্রকল্পের উদ্বোধন করলেন দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ ঘোরুই।
উপস্থিত ছিলেন জেলা সম্পাদক অভিজিৎ দত্ত, বিজেপি নেতা সুমন্ত মন্ডল সহ বিজেপি নেতৃত্বরা। সেই অনুষ্ঠানে গিয়েই রাজ্য সরকারের বিরুদ্ধে বিতর্কিত মন্তব্য করে বসলেন বিজেপি বিধায়ক লক্ষণ ঘরুই।
তিনি বলেন,”কেন্দ্রীয় ক্ষুদ্র, ছোট্ট ও মাঝারি দপ্তরের উদ্যোগে আমরা বেকার যুবক-যুবতীদের স্বনির্ভর করার চেষ্টা করছি। কারণ বাংলার সরকার যেভাবে ভিক্ষা এবং ভাতা দিয়ে রেখেছে, কখন ব্যাংকে টাকা আসবে কিভাবে সংসার চলবে, সেই ভেবেই মানুষ অসহায় বোধ করছে।
কিন্তু আমাদের একটাই লক্ষ্য পিছিয়ে পড়া মানুষদের প্রশিক্ষণ দিয়ে এগিয়ে নিয়ে যেতে। ফলে আর্থিক বিকাশও ঘটবে পিছিয়ে পড়া এলাকায় । একইভাবে সেলাই মেশিন দিয়েও আমরা মহিলাদের প্রশিক্ষণ দিয়ে এগিয়ে নিয়ে যেতে চাই।
কিন্তু রাজ্য সরকার পুরো ব্যর্থ। কারণ তারা চায় লক্ষ্মীর ভান্ডার, ভাতা, ভিক্ষা দিতে। তারা শুধু ভোট চায়। ভোটের জন্য তারা ভিক্ষা দেয়। আর ভিক্ষা নেওয়ার জন্য মানুষ বসে থাকে। আমরা ভিক্ষা নয় ভাতা নয় আত্মনির্ভরতা গড়ে তুলতে চাই।