নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: বুধবার ০৩,ডিসেম্বর :: কেন্দ্রীয় পরিবহন নীতির প্রতিবাদে সরব অল ড্রাইভার ওয়েলফেয়ার এস্যোসিয়েশন পূর্ব বর্ধমান জেলা।মঙ্গলবার বিকেলে জেলাশাসকের কাছে ডেপুটেশন দেন তারা।তাদের দাবি যে আইন আনা হয়েছে তাতে বলা হয়েছে যদি কোনো চালকের দ্বারা দুর্ঘটনা ঘটে,
তাহলে তা ১০বছর পর্যন্ত জেল এবং ৫লক্ষ্য টাকা জরিমানা হতে পারে।সেই আইন কোনোভাবেই তারা মেনে নিতে পারছেন না । আর তারই প্রতিবাদে অল ড্রাইভার ওয়েলফেয়ার এ্যাসোসিয়েশন পূর্ব বর্ধমান জেলার পক্ষ থেকে অবিলম্বে এই কালা আইন বাতিলের দাবিতে জেলাশাসকের কাছে ডেপুটেশন দেন তারা।