নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: দুবরাজপুর :: রবিবার ২৯,ডিসেম্বর :: বাংলার প্রতি কেন্দ্রীয় সরকারের বঞ্চনার বিরুদ্ধে বীরভূম জেলার দুবরাজপুর ব্লকের লোবা অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রতিবাদ মিছিল করা হয়। আজকের এই প্রতিবাদ মিছিল লোবার কালীভাসা পুকুর থেকে শুরু করে বাবুপুর গ্রামের মধ্য দিয়ে লোবা গ্রাম হয়ে পুনরায় লোবা কালীভাসা পুকুরের সামনে শেষ হয়।
এদিন মিছিলে কয়েক হাজার তৃণমূল কংগ্রেসের মহিলা ও পুরুষ কর্মী অংশগ্রহণ করেন। আজকের এই প্রতিবাদ মিছিলে উপস্থিত ছিলেন দুবরাজপুর ব্লক তৃণমূল কংগ্রেসের জয়েন্ট কনভেনার তথা দুবরাজপুর পঞ্চায়েত সমিতির বন ও ভূমি কর্মাধ্যক্ষ রফিউল হোসেন খান,
বীরভূম জেলা পরিষদের সদস্যা মুনমুন ঘোষ, লোবা অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি পিনাকী চক্রবর্ত্তী সহ তৃণমূলের কর্মীরা।