নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: শনিবার ১৬,নভেম্বর :: রাজ্যের শস্যগোলা বর্ধমান। আর সেই বর্ধমান তথা পূর্ব বর্ধমান জেলার রাইসমিলগুলি রীতিমত ধুঁকছিল কেন্দ্রীয় সরকার ধান বিদেশে রপ্তানি ওপর ২০ শতাংশ ডিউটি চার্জ বাড়িয়েছিল বলে, এবার তা উঠে যাওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলছে জেলার রাইস মিলাররা।
বর্ধমান শহরের কঙ্কালেশ্বরী মন্দির মাঠে শুরু হল আন্তর্জাতিক রাইস প্রোসেস এক্সপো ২০২৪। এক্সপোর উদ্বোধন করলেন রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষ। উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ, প্রদীপ মজুমদার, বর্ধমান-দক্ষিনের বিধায়ক খোকন দাস, জেলাশাসক আয়েসা রানি এ, পুরসভার পুরপিতা পরেশ চন্দ্র সরকার, সহ জেলা রাইস মিল অ্যাসোসিয়েশনের সদস্যেরা।
দেশ বিদেশের প্রায় ১৭০টি আধুনিক যন্ত্রাংশ উৎপাদনকারী সংস্থা এই মেলায় অংশ নিয়েছে। সেই সঙ্গে জেলায় বন্ধ থাকা রাইসমিলগুলিকে চালু করার জন্য রাজ্য সরকারে সাহায্য চান খাদ্যমন্ত্রীর কাছে বলে এদিন জানিয়েছেন, বর্ধমান জেলা রাইস মিল এ্যাসোসিয়েশনের কার্য্যকরী সভাপতি তথা এই মেলা কমিটির চেয়ারম্যান আব্দুল মালেক।