নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কলকাতা :: শনিবার ১৩,জুলাই :: স্বরাষ্ট্রেমন্ত্রী অমিত শাহর এমন একটি ঘোষণা নিয়ে উত্তাল হতে চলেছে সারা দেশ। একটি সরকারি নোটিফিকেশনের কপি স্বরাষ্ট্রেমন্ত্রী তাঁর হ্যান্ডেলে প্রকাশ করেন।
তাতে লেখা -“১৯৭৫ সালের ২৫ জুন তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী তাঁর স্বৈরাচারী মানসিকতার প্রমাণ দিয়ে জরুরি অবস্থা ঘোষণা করেছিলেন এবং গণতন্ত্রের কণ্ঠরোধ করেছিলেন। লক্ষাধিক মানুষকে বিনা দোষে জেলে পোরা হয়েছিল। সংবাদমাধ্যমের কণ্ঠরোধ করা হয়েছিল।” তারপরে তিনি আরো এক পা এগিয়ে লেখেন,”সংবিধানকে পদদলিত করার দিন হিসাবে এই দিনটিকে স্মরণ করা হবে”।
এভাবে প্রায় ৫০ বছর আগের একটি ঘটনাকে তুলে এনে দেশেই অভ্যন্তরে বিতর্ক তৈরী করার কারণ নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন। এই বিবৃতিতে কংগ্রেস প্রবল ক্ষুব্ধ। তারা মুহূর্তে এর প্রতিবাদ শুরু করেছে। এমনকি প্রধানমন্ত্রী তাঁর এক্স হ্যান্ডেলে লেখেন, “সংবিধানকে পদদলিত করার দিন হিসাবে এই দিনটিকে স্মরণ করা হবে”।
কংগ্রেসের পক্ষ থেকে ইতিমধ্যে জানানো হয়েছে,তারা দিকে দিকে এর প্রতিবাদ করবে। তারা বলেন, প্রায় ৫০ বছর আগের একটি ঘটনাকে তুলে এনে মানুষকে বিভ্রান্ত করা ও প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে অপমান করার কোনো অধিকার নেই বর্তমান সরকারের।