কেন্দ্রের উদ্যোগে মালদায় পালিত হচ্ছে গঙ্গা উত্সব

কুমার মাধব :: সংবাদ প্রবাহ :: মালদা :: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্যোগে সারা ভারতবর্ষ জুড়ে চলছে নদী উৎসব।ভারতবর্ষের যেসব জেলার মধ্য দিয়ে গঙ্গা নদী প্রবাহিত হয়েছে।সেই সমস্ত জেলায় পালিত হচ্ছে নদী উৎসব। শনিবার,মালদা জেলার মানিকচক ব্লকের ভূতনী এলাকায় পালিত হল নদী উৎসব। এই উৎসব প্রায় ছয় দিন ধরে পালিত হবে আজ তার দ্বিতীয় দিন।এ উৎসবের প্রধান উদ্দেশ্য,গঙ্গা নদী তথা সমস্ত নদীকে পরিষ্কার-পরিচ্ছন্ন করা। তার পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি করা। এই অনুষ্ঠানের অঙ্গ হিসেবে থাকছে বসে আঁকো প্রতিযোগিতা সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এ পি এ শেখ আনোয়ারুল হক, জেলা প্রজেক্ট ম্যানেজার সুব্রত দাস সহ অন্যান্যরা।

এবিষয়ে মালদা জেলা প্রজেক্টর সুব্রত দাস বলেন,এই নদী উৎসব সারা ভারতবর্ষ জুড়ে পালিত হচ্ছে।এতে এলাকার জনগণ খুবই আপ্লুত।জনসাধারণ চাইছে তারা সকলে মিলে এই গঙ্গা পরিষ্কার অভিযানে নেমে পড়বেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four + 1 =