নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: তিরুবনন্তপুরম :: রবিবার ১৯,অক্টোবর :: ভারতের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ মাইলফলক স্পর্শ করতে চলেছে কেরল। রাজ্যটি খুব শিগগিরই দেশের প্রথম চরম দরিদ্রতামুক্ত রাজ্য হিসেবে ঘোষণা পেতে চলেছে।
রাজ্য সরকারের বিভিন্ন কল্যাণমূলক প্রকল্প, শিক্ষা ও স্বাস্থ্যখাতে দীর্ঘমেয়াদি বিনিয়োগ এবং কার্যকর সামাজিক নিরাপত্তা ব্যবস্থার ফলেই এই সাফল্য সম্ভব হয়েছে বলে জানিয়েছে প্রশাসন।
কেরল মুখ্যমন্ত্রী জানিয়েছেন, রাজ্যের প্রতিটি পরিবারকে ন্যূনতম জীবনমান নিশ্চিত করতে সরকার বহু পর্যায়ের উদ্যোগ নিয়েছে। ইতিমধ্যে দরিদ্রসীমার নিচে থাকা প্রায় সব পরিবারই সরকারি সহায়তার আওতায় এসেছে।
বিশেষজ্ঞদের মতে, কেরলের এই সাফল্য অন্যান্য রাজ্যের জন্যও উদাহরণ হয়ে থাকবে এবং সারা দেশের সামাজিক উন্নয়ননীতিতেও এটি একটি বড় প্রভাব ফেলবে।