কেলাশপুর চা বাগানে শ্রমিকদের অনির্দিষ্টকালীন গেট মিটিং অব্যাহত, ছয় দফা দাবি নিয়ে আন্দোলনে অনড় ইউনিয়ন

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: জলপাইগুড়ি :: বুধবার ১৪,মে :: কেলাশপুর চা বাগানের শ্রমিকরা তাঁদের দীর্ঘদিনের দাবি আদায়ের লক্ষ্যে ১১ মে থেকে অনির্দিষ্টকালীন গেট মিটিং শুরু করেছেন। আজ এই আন্দোলনের দ্বিতীয় দিন। শ্রমিকরা এবং ট্রেড ইউনিয়ন ইউনিট কমিটি মিলে বাগান গেটের সামনে অবস্থান বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন।

ইউনিয়নের প্রধান দাবি সমূহ হলো:
1. বকেয়া মজুরি ও অ্যারিয়ার – শ্রমিকদের বহু মাসের বকেয়া মজুরি ও অ্যারিয়ার দ্রুত পরিশোধ করতে হবে।
2. ভবিষ্যনিধি  তহবিল (PF) – PF নিয়মিত কাটা ও জমা দেওয়ার ব্যবস্থা করতে হবে এবং গত দুই বছরে অবসরপ্রাপ্ত শ্রমিকদের PF দ্রুত পরিশোধ করতে হবে।
3. গ্র্যাচুইটি ফান্ড – অবসরপ্রাপ্ত শ্রমিকদের ছয় বছর ধরে আটকে থাকা গ্র্যাচুইটি অবিলম্বে প্রদান করতে হবে।
4. বাবু স্টাফ নিয়োগ – দীর্ঘদিন ধরে শূন্য থাকা বাবু স্টাফ পদে স্থানীয় যুবকদের প্রশিক্ষণ দিয়ে নিয়োগ করতে হবে।5. চিকিৎসা ও ওষুধ বাবদ বিল – শ্রমিকদের চিকিৎসা সংক্রান্ত খরচের বিলের টাকা মিটিয়ে দিতে হবে।
6. অস্থায়ী শ্রমিকদের হাজিরা – সক্রিয় অস্থায়ী শ্রমিকদের নিয়মিত হাজিরা রেকর্ড করা ও প্রথাগতভাবে স্বীকৃতি দেওয়া প্রয়োজন।

ইউনিয়নের পক্ষ থেকে জানানো হয়েছে, এই দাবি গুলি যদি দ্রুত মেনে না নেওয়া হয়, তাহলে আন্দোলন আরও জোরদার করা হবে। এই দাবি সংক্রান্ত একটি চিঠি সহকারী শ্রম কমিশনার , মালবাজার, DLC জলপাইগুড়ি, পুলিশ প্রশাসন এবং অন্যান্য ট্রেড ইউনিয়ন সংগঠনগুলোর কাছেও পাঠানো হয়েছে।

ম্যানেজমেন্টের বক্তব্য:
ম্যানেজমেন্টের তরফে জানানো হয়েছে, সময় মতো চা পাতা তোলা সম্ভব হচ্ছে না এবং পর্যাপ্ত বৃষ্টিপাত না হওয়ায় চা বাগানের আর্থিক অবস্থা খুবই দুর্বল। ফলে শ্রমিকদের মজুরি ও অন্যান্য সুবিধা দিতে অসুবিধা হচ্ছে। তবে সমস্যা সমাধানের জন্য পদক্ষেপ নেওয়া হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে।

শ্রমিকদের হুঁশিয়ারি:
শ্রমিকদের স্পষ্ট বক্তব্য, যদি শীঘ্রই সমস্যার সমাধান না হয়, তবে তাঁরা লাগাতার গেট মিটিং ও অন্যান্য গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন চালিয়ে যাবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

6 + 5 =