নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কেশপুর :: শুক্রবার ২৩,ফেব্রুয়ারি :: বছরের পর বছর ধরে হাতির পাল এসে আলুর সময় ফসল নষ্ট করে যাচ্ছে, বিন্দুমাত্র হুঁশ নেই বনদপ্তরের। বনদপ্তরের উপর ক্ষুব্ধ এলাকার চাষীরা! ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকের ২ নম্বর অঞ্চলের অন্তর্গত রাজ্যগ্রাম, খড়িগাড়িয়া হাতবান্দী ও মহাডিয়া এলাকায়।
বিগত ৪-৫ বছর ধরে আলুর সময় হাতি এসে বিঘের পর বিঘে আলু চাষ নষ্ট করে যাচ্ছে, অথচ বনদপ্তর হাত গুটিয়ে বসে রয়েছে এমনই অভিযোগ চাষীদের। বৃহস্পতিবার রাত্রে গড়বেতা ব্লকের মর্চির জঙ্গল থেকে একটি হাতির দল কেশপুর ব্লকের রাজ্যগ্রাম, খড়িগাড়িয়া হাতবান্দী ও মহাডিয়া এলাকায় প্রায় ১৫০ থেকে ২০০ বিঘা জমির উপর রাতের অন্ধকারে ঘুরে বেড়াতে থাকে।
যার ফলে নষ্ট হয়েছে চাষের জমির ফসল আলু ও সদ্য রোপন করা ধান চাষ। কৃষক প্রথীক মন্ডল জানান, বনদপ্তর শুধুমাত্র এসে গাড়িতে বসে বসে চলে গেছে। হাতি সরিয়ে নিয়ে যাওয়ার কোন ব্যবস্থাই করেনি। সরকারের কাছে ফসল নষ্টের ক্ষতিপূরণ দাবি করছি আমরা।