নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কলকাতা :: রবিবার ২৯,ডিসেম্বর :: কেন্দ্রীয় নেতৃত্বের নিশ্চিত ধারণা, বঙ্গ বিজেপির প্রকৃত নেতৃত্বহীনতাই দলকে দিন দিন রাজ্যে পিছিয়ে দিচ্ছে। যার একমাত্র দাওয়াই হতে পারে রাজ্য নেতৃত্বের পরিবর্তন। সবাইকে মানিয়ে নিয়ে চলার মতো উপযুক্ত রাজ্য সভাপতির খোঁজে তাঁরা।
দক্ষ সংগঠক হিসাবে ভরসা করা যায় এমন কাউকে দরকার। রাজ্যে পরিষদীয় দলের নেতৃত্ব দেওয়ার ব্যাপারে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভূমিকায় কেন্দ্রীয় নেতাদের ভরসা আদায় করে নিয়েছেন তিনি। তবে দলে শীর্ষস্থানীয়দের সবাইকে নিয়ে মানিয়ে চলার পরীক্ষায় এখনও পর্যন্ত ‘পাশমার্ক’ নেই তাঁর ঝুলিতে বলেই দিল্লিতে দলের অন্দরমহলের খবর।
এক্ষেত্রে দলে তাঁর একমাত্র প্রতিদ্বন্দ্বী প্রাক্তন রাজ্য সভাপতি প্রবীণ নেতা দিলীপ ঘোষ সরাসরি এই দু’জনের মধ্যে লড়াই বোঝা না গেলেও তাঁদের দু’জনের ভূমিকায় বিষয়টি মাঝেমধ্যেই স্পষ্ট হয়। দক্ষ সংগঠক হিসাবে দিলীপের ভূমিকা তাঁর পক্ষে ‘প্লাস পয়েন্ট’ হলেও সকলের সঙ্গে বনিবনা না হওয়াটা তাঁর বিশাল ‘মাইনাস পয়েন্ট’ বলেই মনে করছেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব।
২০২৬-এ রাজ্যে বিধানসভা ভোটের আগে বঙ্গ বিজেপিতে একজন দক্ষ সংগঠক সভাপতি হিসাবে দিলীপ অনেকটাই এগিয়ে দলের শীর্ষ নেতৃত্বের চোখে। দিলীপ, শুভেন্দু ছাড়াও রাজ্যে জ্যোতির্ময় সিং মাহাতোর মতো দু-একজন শীর্ষ নেতাও বঙ্গ বিজেপির নয়া সভাপতির দৌড়ে আছেন। তবে তাঁদের পক্ষেও দলের নেতৃত্বের বিবিধ চাহিদায় খাপ খাওয়ানো যাচ্ছে না। সেদিক থেকে দক্ষ সংগঠক হিসাবে দিলীপ তুলনায় কিছুটা এগিয়ে।