কৈলাসহরে ত্রিপুরা প্রদেশ তৃনমূল কংগ্রেসের যুব সভাপতি শান্তনু সাহার নেতৃত্বে এক যোগদান সভা অনুষ্ঠিত হয় কৈলাসহর ঐশ্বর্য লজে

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: ত্রিপুরা :: মঙ্গলবার ১,জুলাই :: দির্ঘদিন পর ত্রিপুরা ঊনকোটি জেলা কৈলাসহরে ত্রিপুরা প্রদেশ তৃনমূল কংগ্রেসের যুব সভাপতি শান্তনু সাহার নেতৃত্বে এক যোগদান সভা অনুষ্ঠিত হয় কৈলাসহর ঐশ্বর্য লজে ।

যোগদান সভায় চন্ডিপুর বিধানসভা কেন্দ্রের কংগ্রেসের প্রবীণ নেতৃত্ব আব্দুল মুতলিবের নেতৃত্ব সিপিআইএম, কংগ্রেস ও বিজেপি ছেড়ে মোট ৬০ জন ভোটার তৃনমূল কংগ্রেসে যোগদান করেন।নবাগতদের তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা হাতে দিয়ে দলে বরন করে নেন ত্রিপুরা প্রদেশ তৃনমূল কংগ্রেসের যুব সভাপতি শান্তনু সাহা, তৃনমূল কংগ্রেসের সম্পাদক বিদুৎ বিকাশ সিনহা, যুব তৃনমূল কংগ্রেসের সম্পাদক জাকির হোসেন সেলিম সহ অন্যান্য নেতৃত্বরা।

এই যোগদান সভায় বক্তব্য রাখতে গিয়ে তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি শান্তনু সাহা বলেন, ত্রিপুরার মানুষ এখন একটা বিকল্প দল চাইছে, ২০১৮ সালে বিজেপি মানুষকে ভুল বুঝিয়ে ক্ষমতায় এসে এখন মানুষের আশা আকাঙ্খা নিয়ে খেলা করছে।

ত্রিপুরায় আইন শৃঙ্খলার চরম অবনতি হয়েছে। ত্রিপুরায় উন্নয়নের নামে ধাপ্পাবাজি চলছে, মানুষ এর থেকে উওরন চাইছে। আর বিজেপি থেকে উওরনের একটা পথ হলো তৃনমূল কংগ্রেস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × one =