নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বাঁকুড়া :: মঙ্গলবার ৫,সেপ্টেম্বর :: হাতির হানা অব্যাহত বাঁকুড়ার স্কুলে। সোমবার রাতে বড়জোড়া দক্ষিণ চক্রের কোচকুণ্ডা প্রাথমিক স্কুলের প্রধান ফটক ভেঙ্গে ভিতরে ঢুকে মিড ডে মিলের চাল খেল একটি আবাসিক হাতি। এমনটাই স্কুল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে।
অন্যদিকে, বনদপ্তর সূত্রে খবর, এই মুহূর্তে বড়জোড়া রেঞ্জ এলাকার সাহারজোড়া মৌজায় ৩ টি, পাবয়ায় ২ টি হাতি রয়েছে। ওই পাঁচটি হাতি র মধ্যে একটি স্কুলে হামলা চালিয়েছিল বলে স্থানীয়দের তরফে দাবি করা হয়েছে।
খবর পেয়ে ওই স্কুলে পৌঁছেছেন বনদপ্তরের কর্মী আধিকারিকরা। তবে নতুন করে লোকালয়ে হাতি ঢুকে পড়ার ঘটনায় স্থানীয়রা যথেষ্ট আতঙ্কিত বলেই জানিয়েছেন।