নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কোচবিহার :: মঙ্গলবার ১৩,জানুয়ারি :: উত্তরবঙ্গ সফরে এসে কোচবিহারেও নির্বাচন কমিশনকে কাঠগড়ায় তুলে আক্রমণ শানালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
তৃণমূলের ‘রণসংকল্প সভা’ থেকে বিজেপি ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক অভিযোগ করেন তিনি। বারুইপুরের পর কোচবিহারেও একই কৌশল নেন অভিষেক—খসড়া ভোটার তালিকায় ‘মৃত’ দেখানো ১০ জন জীবিত মানুষকে মঞ্চে তুলে ধরেন।
বিশেষভাবে তৈরি রেম্প দিয়ে মঞ্চে উঠে কর্মী-সমর্থকদের অভিবাদন জানান অভিষেক। এরপর একে একে মঞ্চে ডাকেন সেই ১০ জন বাসিন্দাকে, যাঁদের নাম নির্বাচন কমিশনের স্পেশাল ইনটেনসিভ রিভিশন (SIR) প্রক্রিয়ায় মৃত বলে চিহ্নিত করা হয়েছে।
মঞ্চে দাঁড় করিয়ে প্রশ্ন তোলেন, “যাঁরা জীবিত, তাঁদের কীভাবে মৃত ঘোষণা করা হল? এটাই কি গণতন্ত্র?”

