কোচবিহারের ঐতিহ্যবাহী জেনকিন্স স্কুল পরিদর্শনে জেলাশাসক এবং জেলা পুলিশ সুপার।।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কোচবিহার :: বৃহস্পতিবার ২০,জুন :: রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশক্রমে বৃহস্পতিবার কোচবিহার জেলার ঐতিহ্যবাহী প্রায় দেড়শ বছর পুরনো জেনকিন্স স্কুল পরিদর্শনে যান কোচবিহার জেলার জেলাশাসক অরবিন্দ কুমার মিনা এবং কোচবিহার জেলা পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য।

তাদের সাথে উপস্থিত ছিলেন কোচবিহার কোতোয়ালি থানার আইসি তপন পাল এবং ডিএসপি হেডকোয়ার্টার চন্দন দাস। প্রসঙ্গত, একদিনের কোচবিহার সফরে কোচবিহারে এসেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই সময় মদনমোহন বাড়ি যাওয়ার রাস্তায় বিদ্যালয়ের শিক্ষক এবং ছাত্ররা তার কাছে অভিযোগ জানায় বর্ষার সময় সমস্যা হচ্ছে পড়াশোনার ক্ষেত্রে।

মূলত পুরনো ভবন দিয়ে পড়ছে, বৃষ্টির জল। সংস্কার করতে হবে ভবনের। সেই দাবিকে প্রাধান্য দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এদিন এই প্রতিনিধি দল বিদ্যালয়ে পরিদর্শনে যান। এবং বিদ্যালয়ের ছাত্র এবং শিক্ষকদের সাথে আলোচনা করেন।

কোচবিহারের জেলাশাসক অরবিন্দ কুমার মিনা এদিন মন্তব্য করে বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রীর নির্দেশেই বিদ্যালয় পরিদর্শনে এসেছেন তারা। বেশ কিছু ভবনের ক্লাস রুম দিয়ে জল পড়ছে বলে জানান তিনি। সেই সাথে তাদের সাথে উপস্থিত থাকা পি ডব্লিউ ডি টিম ছিল। তারা দ্রুত এস্টিমেট করে ভবনগুলি সংস্কারের ব্যবস্থা করবে বলেও জানান জেলা শাসক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × 1 =