নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কোচবিহার :: মঙ্গলবার ১৬,সেপ্টেম্বর :: ঘটনাটি ঘটে সোমবার গভীর রাতে, প্রায় সাড়ে বারোটার সময়।
বিশেষ সূত্রে জানা গেছে, মৃতরা হলেন ধনঞ্জয় বর্মন (২৮), অমিত দাস (২৫), সঞ্জয় দাস (২৫) ও পার্থ দাস (২৪)। তারা কোচবিহারের দেওয়ানহাটের মোয়া মারি এলাকার বাসিন্দা।
জানা গেছে যে , তারা দেওয়ানহাট থেকে গিয়েছিল একটি অনুষ্ঠানে সেই অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার সময় এই দুর্ঘটনা ঘটেছে বলে জানা যায় । সেই সময় মোট পাঁচজন ছিল ।
তাদের মধ্যে মৌমিতা দাস নামের এক মহিলা গাড়ি থেকে লাফ দিয়ে প্রাণে বেঁচে গেলেও গাড়িতে থাকা চালকসহ তিনজন গাড়ি থেকে বের হতে পারে না । খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। পরবর্তীতে খবর যায় দমকল কেন্দ্রে।
খবর পেয়ে তড়িঘড়ি ছুটে আসে একটি দমকলের ইঞ্জিন পরবর্তীতে স্থানীয় বাসিন্দা ও দমকল ও পুলিশের চেষ্টা গাড়িটি উদ্ধার হলে ও গাড়িতে থাকা চালকসহ তিনজন কে গাড়ি থেকে বের করা হয় । এবং তাদের কোচবিহার এমজেএন মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয় ।
কোচবিহার এমজেএন মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা তাদের মৃত বলে ঘোষণা করে । এই খবরে শোকের ছায়া নেমে এসেছে দেওয়ানহাট মোয়ামরি অঞ্চলে । পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।