নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কোচবিহার :: সোমবার ২১,জুলাই :: এই মন্দিরের সারা বছরই পর্যটক এবং ভক্তদের ভিড় হয়ে থাকে সারা বছর
যেহেতু শ্রাবণ মাসের প্রথম সোমবার আজ প্রচন্ড ভিড় ছিল সারারাত সারাদিনব্যাপী লোকের সমাবেশ কোচবিহার এবং কোচবিহারের বাইরে থেকেও প্রচুর ভক্তরা আজকে মন্দিরে পুজো দিতে এসেছে।
কোচবিহারের শিব মন্দির খুবই জাগ্রত এবং খুবই বিখ্যাত শিব মন্দিরে ঠাকুরের কাছে নিজেদের পরিবারের জন্য প্রার্থনা এবং মানত করে থাকে ভোলেবাবা সকলের মনস্কামনা পূর্ণ করেন ।
তার সাথে এই মন্দিরে পাশেই রয়েছে বিখ্যাত পার্ক রয়েছে বিখ্যাত শিব দিঘী এই দিঘিতে প্রচুর মোহনের দর্শন করার জন্য সকলের ছুটে আসে ।