নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কোচবিহার :: শনিবার ২৮,জুন :: কোচবিহারে ছেলের হাতে বাবা খুন চাঞ্চল্য ছড়ালো গোটা এলাকায়। ঘটনাটি ঘটেছে কোচবিহার শহরের ১১ নম্বর ওয়ার্ডের নিউ কদমতলা দেশবন্ধু স্মরনি এলাকায়, পুলিশ সূত্রে জানা গেছে মৃতের নাম রাকেশ কুমার যার বয়স ৪৪ বছর ।
যে খুনি তার নাম করন চৌধুরী বয়স ১৮ বছর। তারা ওই এলাকায় ভাড়া থাকতো নিজেদের মধ্যে ঝগড়ার কারণে এদিন ছেলে অর্থাৎ করন চৌধুরী তার বাবা রাকেশ কুমারকে চাকু দিয়ে আঘাত করে এবং তার বাবা মারা যান।
শনিবার বিকেলে ঘটনাস্থলে যায় কোচবিহার জেলা পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য তিনি জানান নিজেদের মধ্যে ঝগড়ার কারণে ছেলে তার বাবাকে খুন করে সেটা তারা হাসপাতাল থেকে জানতে পারে। বর্তমানে সেই ছেলেটি পুলিশ হেফাজতে রয়েছে বলে জানা যায়