নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ ::কোচবিহার :: মঙ্গলবার ১৯,আগস্ট :: বিদ্যুৎ দপ্তরের উদ্যোগে কোচবিহার ২ নং কালীঘাট রোড এলাকায় রাস্তার ধারে একাধিক গাছ কাটার ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ল এলাকায়।
আজ মঙ্গলবার সকাল ১১ টা নাগাদ অবৈধভাবে গাছ কাটার অভিযোগে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। বাসিন্দাদের দাবি অবৈধভাবে রাস্তার পাশে থাকা গাছ কেটে ফেলা হচ্ছে, অকারনে সবুজ ধ্বংস করা হচ্ছে এরফলে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে।
খবর পেয়ে ঘটনাস্থলে আসে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা তারা সেখানে এসে নতুন গাছের চারা রোপন করে। এই ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়েছে।