নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কোচবিহার :: মঙ্গলবার ২৬,মার্চ :: কোচবিহারে মনোনয়নপত্র জমা করলো এবার দি গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশন । এদিন কোচবিহার রাসমেলা ময়দান থেকে মিছিল করে দি গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের প্রার্থী অমল দাসের সমর্থনে জেলাশাসক দপ্তর পর্যন্ত পৌঁছে তারা মনোনয়নপত্র জমা করেন।
দি গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশন এর নির্বাচনের প্রার্থী দেওয়ায় রাজনৈতিক মহলে বহু প্রশ্ন উঠছে । তার কারণ দি গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশন বর্তমান বহুভাগে বিভক্ত। একদিকে অনন্ত মহারাজ বিজেপির টিকিটে রাজ্যসভার সাংসদ ।
অন্যদিকে বংশী বদন বর্মন তিনি তৃণমূলের পক্ষে রাজবংশী ভাষা একাডেমির চেয়ারম্যান । এরই মাঝে আরেকটি ভাগ তারা নির্বাচনে প্রার্থী দিয়েছেন । রাজনৈতিক মহলের মত অনন্ত মহারাজের শক্তি বেশি। তার কারণ বিগত নির্বাচন গুলোতে বিজেপির সভায় অনন্ত মহারাজ ও তাদের সমর্থকদের উপস্থিতি রাজবংশী ভোট বিজেপির ঝুলিতে গিয়েছে।
বিধানসভা নির্বাচনে রাজবংশী ভোট বিজেপির ঝুলিতে গিয়েছে । এবার আলাদা করে একটি গোষ্ঠীর প্রার্থী দেওয়া নিয়ে রীতিমতো বহু প্রশ্নই উঠছে রাজনৈতিক মহলে। তবে দি গ্রেটার কোচবিহার পিপলস এসোসিয়েশনের প্রার্থী অমল দাস বলেন, আমাদের কথা সংসদে কেউ তুলে ধরেনি । আমাদের যে দাবিগুলো রয়েছে সেগুলো আমরা নিজেরাই যাতে তুলে ধরতে পারি তাই নির্বাচনে প্রার্থী হওয়া।
অনন্ত মহারাজ ও বংশী বদন বর্মন নিয়ে তিনি বলেন তারাও গ্রেটার কোচবিহার পিপলস এসোসিয়েশনের সদস্য তাদের মতাদর্শ আলাদা হতে পারে ।