কোচবিহারে শিতলকুচির উকিল বর্মনকে বিএসএফ হাতে হস্তান্তর করা হয়েছে।

নিজস্ব সংবাদদাতা  :: সংবাদ প্রবাহ :: কোচবিহার  :: বৃহস্পতিবার ১৫,মে ::  দীর্ঘ প্রতীক্ষার অবসান, অবশেষে বাংলাদেশ জেল থেকে ছাড়া পেয়ে নিজের বাড়িতে ফিরলো শীতলকুচির কৃষক উকিল বর্মন। বাড়িতে এখন আনন্দ ও উচ্ছ্বাসে পরিবার।  আইনি নিয়ম মেনে উকিল বাবুকে  শীতলকুচি থানা থেকে মাথা ভাঙ্গা নিয়ে যাওয়া হচ্ছে।
                                       উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান পার্থপ্রতিম রায়।
উকিল বর্মনের বাড়িতে এখন প্রচুর মানুষের ভিড়। উকিল বাবুর স্ত্রী বলেন খুব চিন্তায় ছিলাম স্বামী ঘরে ফিরেছে এখন শান্তি পেলাম। তার বাড়িতে এসেছেন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান পার্থপ্রতিম রায়।
সর্বক্ষণ উকিল বাবুর খোঁজখবর রেখেছেন আজকেও তার বাড়িতে বসে রয়েছেন তৃণমূল কংগ্রেসের শীতলকুচির ব্লক সভাপতি তপন কুমার গুহ। তিনি বলেন উকিল বর্মন বাড়ি ফিরেছে আমরা খুশি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × 2 =