কোচবিহার কৃষি বিজ্ঞান কেন্দ্রে অনুষ্ঠিত হলো সম্মাননা জ্ঞাপন অনুষ্ঠান

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কোচবিহার :: বুধবার,২জুলাই :: কিছুদিন যাবত কোচবিহার জেলার বিভিন্ন প্রান্তে অনুষ্ঠিত হচ্ছে বিকশিত কৃষি সংকল্প অভিযান যে অভিযানের মূল লক্ষ্য ছিল ২৭ হাজার কৃষকের কাছে পৌঁছে যাওয়া

কিন্তু কোচবিহার জেলায় কৃষিবিজ্ঞান কেন্দ্রের উদ্যোগে এবং বিভিন্ন ফার্মার্স প্রডিউসার কোম্পানি এবং ফার্মার্স প্রডিউসার অর্গানাইজেশন এর তৎপরতায় সেটি প্রায় ৩০ হাজার এর গণ্ডি পেরিয়ে গেছে আরএই উপলক্ষে কৃষি বিজ্ঞান কেন্দ্র কোচবিহার কৃষি বিশ্ববিদ্যালয় জেলার বিভিন্ন ফার্মার্স প্রডিউসার কোম্পানি লিমিটেড এবং ফার্মাস প্রডিউসার অর্গানাইজেসনের কর্মীদের উপহার স্বরূপ তাদেরকে একটি করে মোমেন্টও হাতে তুলে দেয়।

এদিনের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর দেবব্রত বাসু , সম্প্রসারণ অধিকর্তা প্রভাত পাল, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলার DDM, RM , CADC বলরামপুর কেন্দ্রের অফিসার ইনচার্জ, কোচবিহার কৃষিবিজ্ঞান কেন্দ্রের ভারপ্রাপ্ত প্রধান বিজ্ঞানী ডক্টর শঙ্কর সাহা

এছাড়াও উপস্থিত ছিলেন কোচবিহার জেলার বিভিন্ন FPO এবং FPC এর ডিরেক্টর সহ উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় এবং কোচবিহার কৃষিবিজ্ঞান কেন্দ্রের সমস্ত বিজ্ঞানীরা, এবং জেলার বিভিন্ন এলাকার প্রগতিশীল কৃষকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nineteen − thirteen =