নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কোচবিহার :: মঙ্গলবার ২৬,ডিসেম্বর :: কোচবিহার গুরুদোয়ারায় বীরবাল দিবস পালন করল বিজেপি। একই সঙ্গে কোচবিহার গুরুদুয়ারা ঘুরেও দেখেন তারা ও তার জরাজীর্ণ অবস্থায় কিভাবে ঠিক করা যায় সে বিষয় নিয়েও আগামী দিনে পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানান উপস্থিত বিজেপি নেতৃত্ব। এদিন কোচবিহার জেলা বিজেপির সভাপতি তথা উত্তর বিধানসভার বিধায়ক সুকুমার রায় কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক নিখিল রঞ্জন দে সহ অন্যান্য বিজেপি নেতৃত্বরা উপস্থিত ছিলেন।
কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক নিখিল রঞ্জন দে বলেন, গোটা দেশজুড়ে আজ প্রধানমন্ত্রী নির্দেশে অনুযায়ী বিজেপির পাশাপাশি শিখ সম্প্রদায়ের মানুষ পক্ষ থেকে বীর বাল দিবস উদযাপন করা হচ্ছে। আমরা আজ কোচবিহার বির বাল দিবস উদযাপন করলাম । মূলত এই দিনে মুঘলদের অত্যাচারে অত্যাচারিত হয়ে শিখ সম্প্রদায়ের যে দুজন বালক শহীদ হয়েছিল তাদের সামনে রেখে এই দিনটিকে উদযাপন করা।