নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কোচবিহার :: রবিবার ১৪,জানুয়ারি :: কোচবিহার ঘুঘুমারি রেল ব্রিজের কাছ থেকে এক ব্যক্তির মৃত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায়। জানা যায় মৃত ব্যক্তির নাম অজিত দাস (২৮) (উর্ফে জগু দাস ) । বাড়ি ঘেগীরঘাট এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায় বেশ কয়েকদিন ধরে বাড়ি থেকে নিখোঁজ ছিল অজিত দাস।
আজ মাছ ধরতে গেলে সেই মৃতদেহ দেখতে পান মৎস্যজীবীরা। এরপর খবর দেওয়া হয় কোতোয়ালি থানায় পুলিশকে । পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়। ঘটনা তদন্ত চালাচ্ছে কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ।পুলিশ সূত্রে জানা যায় ওই ব্যক্তি মানসিক ভাবে অসুস্থ্ ছিলেন । তার শরীরের কোন আঘাতের চিহ নেই ।পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।