কোচবিহার জেলার চ্যাংড়াবান্ধা ইমিগ্রেশন চেকপোস্টে রবিবার এক বাংলাদেশি নাগরিককে আটক করেছে ইমিগ্রেশন দপ্তর।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মেখলিগঞ্জ :: সোমবার ১,সেপ্টেম্বর :: ইমিগ্রেশন দপ্তর সূত্রে জানা গেছে, ধৃত যুবকের নাম মোঃ জামাল, তিনি বাংলাদেশের ঢাকা জেলার বাসিন্দা।

২০১৯ সালের জানুয়ারিতে তিনি বৈধ বাংলাদেশি পাসপোর্ট নিয়ে মালদা জেলার মোহদিপুর সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেন। এরপর তিনি বিহারের বেগুসরাইয়ে বসবাস শুরু করেন।

অভিযোগ, সেখানে থেকেই তিনি জালিয়াতির মাধ্যমে আধার কার্ড, ভোটার কার্ড এবং ভারতীয় পাসপোর্ট সংগ্রহ করেন। ওই ভুয়ো ভারতীয় পাসপোর্ট ব্যবহার করে তিনি একাধিকবার ভারত ও বাংলাদেশের মধ্যে যাতায়াত করেছেন।

পশ্চিমবঙ্গের হিলি, হরিদেবপুর ও চ্যাংড়াবান্ধা ইমিগ্রেশন চেকপোস্ট দিয়েও তার আসা-যাওয়ার প্রমাণ মিলেছে।

রবিবার বাংলাদেশে ফেরার উদ্দেশ্যে চ্যাংড়াবান্ধা পৌঁছালে ইমিগ্রেশন কর্তারা তার নথি পরীক্ষা করেন। জিজ্ঞাসাবাদে অসঙ্গতি ধরা পড়তেই তাকে আটক করে মেখলিগঞ্জ থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

কোচবিহার জেলার অতিরিক্ত পুলিশ সুপার সন্দীপ গড়াই জানিয়েছেন, ধৃতের কাছ থেকে ভারতীয় পাসপোর্ট, আধার কার্ড, ভোটার কার্ডসহ একাধিক নথি উদ্ধার হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে জামাল ভারতীয় নাগরিক পরিচয়ে বিহারে বসবাস করছিলেন।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার সঙ্গে কোনো বড় জাল চক্র জড়িত রয়েছে কি না, তা নিয়ে তদন্ত শুরু হয়েছে। পূর্ণাঙ্গ তদন্তের পরই গোটা বিষয়টি পরিষ্কার হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventeen + 12 =