নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কোচবিহার :: সোমবার ১৬,সেপ্টেম্বর :: মহিলা সুরক্ষা কে সামনে রেখে কোচবিহার জেলা পুলিশের পক্ষ থেকে মহিলা পরিচালিত পিংক পেট্রোল ভ্যান চালু করা হলো। সোমবার আনুষ্ঠানিকভাবে দুটি পিংক পেট্রোল ভ্যান শুভ উদ্বোধন করেন কোচবিহার জেলা পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য । এছাড়া উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা পুলিশ সুপার কৃষ্ণ গোপাল মিনা , ডিএসপি হেডকোয়ার্টার চন্দন দাস প্রমূখ ।
জেলা পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য বলেন মহিলাদের সুরক্ষার জন্য মহিলা পরিচালিত দুটি পিঙ্ক পেট্রোল ভ্যান চালু করা হলো । দুটি গাড়ির মধ্যে একটি কোচবিহার শহর ও একটি দিনহাটা শহরে জন্য দেওয়া হয়েছে। এই দুটি ভ্যান শহরের যে সমস্ত এলাকায় মহিলাদের জমায়েত থাকে বিশেষ করে স্কুল কলেজ এই সমস্ত এলাকায় ঘুরবে ।
এছাড়াও কোনরকম অভিযোগ সরাসরি ১১২ অথবা ১০০ তে ডায়াল করেও জানালে এই ভ্যান সেখানে পৌঁছে যাবে। আপাতত এই দুটি শহরে এই ভ্যান চালু করা হয়েছে আগামীতে ধীরে ধীরে অন্যান্য শহর গুলোর জন্য চিন্তা ভাবনা করা হচ্ছে।