কোচবিহার :: দীর্ঘদিন থেকে জল না পাওয়ার ফলে ওয়ার্ড কাউন্সিলর কে ঘিরে বিক্ষোভে শামিল ওয়ার্ডের বাসিন্দারা

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কোচবিহার :: সোমবার ২৬,আগস্ট :: ঘটনাটি কোচবিহার শহরের তিন নম্বর ওয়ার্ড কলাবাগান এলাকার। স্থানীয়দের অভিযোগ দীর্ঘদিন থেকে এলাকার মানুষ সঠিকভাবে পানীয় জল পাচ্ছে না। যার ফলে তাদের সমস্যার মধ্যে পড়তে হয় । অভিযোগ এলাকায় জলের ট্যাংক ও মেশিনও বসানো রয়েছে ।

তবে সেই জলের মেশিন সময় মত চালানো হয় না এমনকি বেশিরভাগ সময় বন্ধ থাকার অজুহাত দেওয়া হয় । এমত অবস্থায় দীর্ঘ এক বছর ধরে তাদের জলের সমস্যার মধ্যে পড়তে হচ্ছে । এলাকায় নিম্নমধ্যবিত্ত পরিবারদের বসবাস তারা অন্য ওয়ার্ডে গিয়ে জল আনতে হয় অথবা জল কিনে খেতে হয় ।

বিষয়টি নিয়ে ওয়ার্ডের কাউন্সিলর তথা পুরসভার চেয়ারম্যান কে বিষয়টি বারবার জানানোর পরেও সমস্যার সমাধান হচ্ছে না ।

তিন নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মায়া সাহা বলেন, বিষয়টি আগেও চেয়ারম্যানকে জানানো হয়েছে । তবে আজ ছুটির দিন তাই আপাতত জলের ট্যাঙ্ক এর ব্যবস্থা করে দেওয়া হচ্ছে । আগামীকাল দ্রুত মেশিন ঠিক করে সমস্যার সমাধান করা যায় সেই ব্যবস্থা করা হবে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 − nineteen =