কোচবিহার রবীন্দ্র ভবন মঞ্চে শিশু কিশোর একাডেমি আয়োজিত পুতুল নাটক কর্মশালা শুরু হল।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কোচবিহার :: শনিবার ৬,জুলাই :: শুক্রবার কোচবিহার রবীন্দ্র ভবন মঞ্চে শিশু কিশোর একাডেমি আয়োজিত পুতুল নাটক কর্মশালা শুরু হল। অনুষ্ঠানে কোচবিহারের ৫০ টি বিদ্যালয়ের পড়ুয়ারা এই কর্মশালায় অংশ নেয়।

জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের সহযোগিতায় পুতুল নাটক কর্মশালায় অংশগ্রহণকারী শিশুরা এদিন নিজেরাই নাটকের চরিত্র তৈরি করে ছবি একে পরবর্তীতে তারা পুতুল তৈরি করে নাটকের চরিত্রগুলো রূপদান করবে। অনুষ্ঠানে জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক ঐন্দ্রিলা দত্ত, মহকুমা তথ্য অধিকারী প্রণব দে সহ নাট্য ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন।

জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক বলেন, ৮ তারিখ পর্যন্ত এই কর্মশালা চলবে। রাজ্য তথ্য ও সংস্কৃতি দপ্তরের আয়োজনে এবং জেলা তথ্য ও সংস্কৃত দপ্তরের সহযোগিতায় আজ থেকে পুতুল নাটক কর্মশালা শুরু হলো। ৮ তারিখ বিকেল তিনটে রবীন্দ্রভবন মঞ্চে কর্মশালায় অংশগ্রহণকারী পড়ুয়ারা পুতুল নাটক নিয়ে যা শিখেছে সেটাই তারা মঞ্চস্থ করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fourteen − 12 =