নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কোচবিহার :: শুক্রবার ২৬,সেপ্টেম্বর :: কোচবিহার রাজার হাট এলাকায় শিগগিরই প্রতিষ্ঠিত হতে চলেছে এক অনন্য শিব বাবুসা মন্দির। মন্দির কর্তৃপক্ষ জানিয়েছেন, এখানে শুধুমাত্র পূজা-অর্চনা নয়, পাশাপাশি সমাজের জন্য একাধিক জনকল্যাণমূলক উদ্যোগও নেওয়া হবে।
এই মন্দিরে অসহায় ও দরিদ্র পরিবারদের জন্য থাকবে আর্থিক সহায়তা, পাশাপাশি পিছিয়ে পড়া পরিবারের শিশুদের জন্য থাকবে শিক্ষার বিশেষ ব্যবস্থা। মন্দির পরিচালনাকারীরা জানিয়েছেন, দেবদেবীর আরাধনার পাশাপাশি সমাজকল্যাণে ইতিবাচক ভূমিকা রাখাই তাদের মূল লক্ষ্য।
তারা আরও বিশ্বাস প্রকাশ করেছেন, যে কেউ মনের আশা নিয়ে এই বাবুসা মন্দিরে আসবেন, তাঁর সেই আশা পূর্ণ হবে। এ প্রসঙ্গে মন্দির কর্তৃপক্ষের বক্তব্য শোনার অপেক্ষায় রয়েছেন স্থানীয় মানুষজন।